স্পোর্টস ডেস্ক
ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও একই শাস্তি ভোগ করতে যাচ্ছে। ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে ক্লাবগুলো উল্টো বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।
উত্তর বারিধারা ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডিসিপ্লিনারি কমিটির পাঁচ লাখ টাকা জরিমানার বিষয়কে হাস্যকর হিসেবে দেখছেন, ‘টুর্নামেন্টের অংশগ্রহণ ফি যেখানে দুই লাখ টাকা। সেখানে জরিমানা পাঁচ লাখ!’
এই ফেডারেশন কাপে অংশগ্রহণ ফি কত ফেডারেশন ক্লাবগুলোকে স্পষ্ট জানায়নি। গত আসরে ছিল দুই লাখ। এবারও সেই অঙ্ক থাকার ধারণা করছে ক্লাবগুলো।
গত মৌসুমে লিগের অংশগ্রহণ ফি এখনো পায়নি ক্লাবগুলো, ‘গত লিগে আমাদের ২০ লাখ টাকা করে দেয়ার কথা। ৫ লাখ দেয়ার পর আর কোনো অর্থ দেয়নি এখনো। লিগ শেষ গতবারের, চলতি মৌসুমের স্বাধীনতা কাপও খেলা হলো। কিন্তু সেই অর্থ পাইনি’-বলেন জাহাঙ্গীর আলম।
ক্লাবগুলোর অংশগ্রহণ ফি, প্রাইজমানি বকেয়া ঘরোয়া ফুটবলে নতুন কিছু নয়। তবে গত মৌসুমে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ক্লাবগুলোর পাওনা দ্রুত মিটিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন, অথচ আগের মৌসুম শেষ হয়ে এখন নতুন মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট চলছে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। বসুন্ধরা ও বারিধারার মতোই শাস্তি হবে মুক্তিযোদ্ধার সেটাই অনুমেয়। মুক্তিযোদ্ধার ম্যানেজার আরিফুল ইসলাম বাফুফেকে বড় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, ‘আমরা তো অংশগ্রহণ করতেই চাইনি টার্ফের মাঠে। সেখানে আমাদের শাস্তি দেয় কিভাবে। তাছাড়া ক্লাবগুলো করোনার সময় অনেক কষ্ট করে ফুটবল কার্যক্রম চালাচ্ছে। ফুটবল ফেডারেশন সহায়তা তো করছেই না, উল্টো আরো শাস্তির পর শাস্তি। ফিফার করোনা ফান্ড আমরা এখনো পাইনি। অংশগ্রহণ ফি দেয় না কিন্তু শাস্তি আবার বড় অঙ্কের।’ উল্লেখ্য, ফিফার কোভিড ফান্ডে নানাবিধ শর্ত ও নিয়মের বেড়াজাল থাকায় ক্লাবগুলো করোনা অর্থ সংগ্রহ করতে পারছে না।
আর্থিক অঙ্ক ছাড়াও আগামী মৌসুমে ফেডারেশন কাপে অংশ নিতে পারবে না এবার অংশগ্রহণ না করা দলগুলো। আগামী মৌসুম নিয়ে এখনো ভাবতে নারাজ বারিধারা, ‘আগামী এক বছর অনেক কিছু হতে পারে। এরপরও আমরা আনুষ্ঠানিক আপিল করে রাখব।’
বসুন্ধরা কিংস এএফসি কাপেও প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দল এএফসি কাপের প্লে অফ খেলে। বসুন্ধরা কিংসকে আগামী মৌসুমে ফেডারেশন কাপ থেকে নিষিদ্ধ করায় ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাদের পথ রুদ্ধ হচ্ছে। এমন সিদ্ধান্তের পরও নিশ্চুপ দেশের শীর্ষ ক্লাবটি। ফেডারেশন কাপ না খেলা,বাফুফের তাদের নিয়ে বক্তব্য এবং ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত নিয়ে সামগ্রিকভাবে বসুন্ধরা কিংস তাদের অবস্থান তুলে ধরার কথা রয়েছে আগামীকাল।
এসএ