স্টাফ রিপোর্টার
করোনার টিকাদান কেন্দ্রেগুলোর ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হওয়ার কারণে মোবাইলে এসএমএস পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর।
বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, যেসব টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন করা হয়েছে। যার কারণে মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতর এ সমস্যার সমাধানের চেষ্টা করছে জানিয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়।
বিএসডি/এমএম