নরসিংদী প্রতিনিধি:
সিগনাল পয়েন্ট মটর চুরি ও জনবল সংকটে ঢাকা-ভৈরব রেলওয়ের নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ রেলওয়ে স্টেশন অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রতিদিন যাত্রী সেবা বিঘিœত সহ ভয়াবহ দূর্ঘটনার আশংকা রয়েছে। চুরির ঘটনায় গত ৭ আগষ্ট ভৈরব রেলওয়ে থানায় একটি চুরির মামলা হয়েছে। মামলা নং ০৪।
স্টেশন মাস্টার ও এজাহার সূত্রে জানাযায়, গত দেড়মাসে ঢাকা-ভৈরব রেলওয়ে সড়কের ভৈরব ও আড়িখোলা স্টেশন সহ রায়পুরা উপজেলার ৫ টি স্টেশনের পয়েন্ট মটর চুরি হয়েছে। স্টেশনগুলো হলো, মেথিকান্দা, দৌলতকান্দি,শ্রীনিধি,খানাবাড়ী ও আমিরগঞ্জ। উপজেলায় অবস্থিত ৬টি স্টেশনের মধ্যে হাটুভাঙা রেলওয়ে স্টেশনে কোন মটর পয়েন্ট নেই একলাইন আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল করে। উপজেলার ৫ টি স্টেশন সহ একই সময় ৭ টি স্টেশনের পয়েন্ট মটর চুরি হওয়ায় উদিগ্ন হয়ে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিগনাল পয়েন্ট মটর চুরি হওয়ায় ভৈরব থেকে নরসিংদী পর্যন্ত ৩০/৩২ কি.মি রেলসড়কের রায়পুরার ৬ টি স্টেশনে কোন আন্তঃনগর ট্রেন ১ নং লাইনে বিরতি দেয়া সম্ভব হয়না। লোকাল যাত্রাবাহি ট্রেণগুলো ড্রাইভার ও গার্ড (পরিচালক) ২ মিনিট যাত্রা বিরতি দিয়ে কোন রকম ট্রেন চলাচল করছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ও ০১ আগষ্ট তারিখে রাতে সকাল ৬টার মধ্যে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম ২৪/এ ও ২৪/বি এবং ২২/এবি লুক লাইনের ৩টি সিগনাল পয়েন্ট মটর চুরি হয়ে যায়। ইতিপূর্বে আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম৩ টি পয়েন্ট সংযোগ মটর সহ ৬টি পয়েন্ট মটর চুরি হয়েছে।
ফলে স্টেশনটির প্রধান ১ নং লাইনে ট্রেন প্রবেশ করতে পারে না। সিগনাল বাতি না জলায় আন্ত:নগর ট্রেন থামিয়ে ওপিটি ২৭ বহিতে স্বাক্ষর করে আউটার সিগনাল থেকে ট্রেন চলাচলের ক্লিয়ারেন্স দেয়া হতো। স্টেশন বড় মাষ্টার গোলাম নবীকে তাল শহর বদলীর পর ৩ জন মাষ্টারে স্থলে ২ জন মাষ্টার সাইদুল ইসলাম ও ইমন মিয়া দায়িত্ব পালন করেন। তারা সকাল ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত স্টেশন চলতো । রাতের বাকি সময় স্টেশন বন্ধ থাকতো। স্টেশন বন্ধ হওয়ার পর আমীরগঞ্জ স্টেশনের দায়িত্বরত স্টেশন মাষ্টার গ্রেট-৩ সাইদুল ইসলামকে পূবাইল স্টেশনে এবং মাষ্টার ইমন মিয়া কে টঙ্গী স্টেশনে বদলী করা হয়েছে।
গত ১৮ আগস্ট স্টেশনের পূর্ব পয়েন্ট মটর চারটি খুলে কর্তৃপক্ষ নিজ জিম্মায় রেখে দেয়। ফলে এক দিকে স্টেশন মাস্টার সংকট এবং অপর দিকে পয়েন্ট মটর চুরি হওয়ায় স্টেশনটি অচল হয়ে পরে। প্লাটফর্মে ট্রেন যাত্রীরা অপেক্ষা করে ট্রেনে উঠতে নামতে কষ্ট হয়।
কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে স্টেশন মাষ্টারের দরজায় তালা ঝুলিয়ে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে, যাতে লেখা আমীরগঞ্জ স্টেশন বন্ধ। অর্নিদিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষনা করায় যাত্রী সাধারণ সহ ট্রেন চলাচল নানান সমস্যায় দূর্ঘটনার আশংকা রয়েছে।
সূত্র জানায়, ২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তর রায়পুরা উপজেলায় ৬ টি রেলওয়ে স্টেশন রয়েছে। যা দেশের অন্য কোন উপজেলায় নেই। তন্মেধ্যে উপজেলার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারে অবস্থিত আমীরগঞ্জ রেলওয়ে স্টেশন। উপজেলার পশ্চিমাঞ্চল ৮টি ইউনিয়ন ও চরাঞ্চল এলাকার হাজার হাজার মানুষ রেলপথে যাতায়াত করেন। দেশের বিভাগীয় শহর সহ নানান জায়গায় যাত্রীদের যাতায়াত করতে প্রতিদিন স্টেশনে যাত্রাবিরতি করে তিতাস কমিউটার, কর্ণফুলী এক্সপ্রেস, সিলেট মেইল ও নোয়াখালী এক্সপ্রেস ট্রেন।
তাছাড়া আন্তঃনগর বিভিন্ন ট্রেন ক্রস করতে স্টেশনে বিরতি করে। শিল্পকারখানা সমৃদ্ধ হাসনাবাদ বাজারের ব্যবসায়ীরা ট্রেনের মালবাহী বগি ব্যবহার করে ব্যবসায়ী মালামাল কৃষিপণ্য ট্রান্সপোর্ট করে থাকেন। একটি জনগুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন জনবল সংকট ও নিরাপত্তার অভাবে চুরির ঘটনায় অনিৃদিষ্টকালের জন্য রেলস্টেশন বন্ধ করে দেয়ায় যাত্রীদের মধ্যেক্ষোভের সৃষ্টি হয়েছে। যাত্রী আহমেদুল কবির এরশাদ বলেন, আমার মত বয়স্ক প্রতিবব্ধী মানুষ, শিশূ যাত্রীদের ট্রেনে উঠতে নামতে সমস্যা হয়। ট্রেনের যাত্রীরা জানতে পারেনা ট্রেন কোথায় আছে?
মামলার বাদী স্টেশন মেইনটেইনার সহকারী খায়রুল ইসলাম জানান, চাকরি জীবনের ৩৮ বছরে এমন ঘটনা ঘটতে দেখিনি কিংবা শুনিনি। পয়েন্ট মটর চুরির ঘনটায় মামলা হয়েছে। স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের ট্রেন চলাচলে নানান সমস্যায় ভূগছে।
আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের বড় মাষ্টার গ্রেট-৩ গোলাম নবী বলেন, ৫/৬ বছর ধরে রেলওয়ে স্টেশন মাষ্টার নিয়োগ দেয়া হয়না । ফলে আমীরগঞ্জ সহ রায়পুরার ৫টি স্টেশনেই মাষ্টার সহ জনবল সংকট চরম আকার ধারন করেছে। তবে নতুন নিয়োগে ৬ শতাধীক মাষ্টার কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়াধীন।
চুরির ঘটনা সত্যতা স্বীকার করে বলেন চাকরি জীবনে এমন ঘটনা আর কখনও দেখি নাই। জনবল সংকট ও পয়েন্ট মটর চুরির পর অচর হয়ে পড়া স্টেশনটি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্টেশন বন্ধ করে নোটিশ দেয়া হয়েছে। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব-উল হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার চেষ্টা চলছে।
বিএসডি/ এমআর