চলমান বিশ্বকাপের মাঝ পথে হঠাৎ দেশে ফেরেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার এই আকস্মিক ফেরা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে অনুশীলন করতে এসেছেন সাকিব।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মত অনুশীলন করতে সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোরে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে প্রায় দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেছেন বাংলাদেশের অধিনায়ক।
অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব। আগামী ২৭ অক্টোবর কলকাতার উদ্দেশে দেশ ছাড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে।
বিএসডি/ এফ এ