নিজস্ব প্রতিবেদক,
ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা তরুণীকে বিয়ে করে দায়মুক্তি পেলেন অভিযুক্ত রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার বাসিন্দা সিফাত সানি। উচ্চ আদালতের শর্ত মেনে রোববার (৫ সেপ্টেম্বর) ওই তরুণীকে বিয়ে করেন তিনি।
দুপুরের দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. সেলিম রেজার উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভুক্তভোগী তরুণী একই এলাকার বাসিন্দা। বর্তমানে ওই তরুণী নয় মাসের অন্তঃসত্ত্বা।
তিনি বলেন, প্রতিবেশী ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সানির। বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণও করেন তিনি। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ওই তরুণীর গর্ভপাতের চেষ্টাও চালান সানি। তখনই ঘটনা জেনে যায় তরুণীর পরিবার।
পরে তাকে বিয়ের জন্য চাপ দেয়। এরপরই এলাকা ছাড়েন সানি। নিরুপায় হয়ে তরুণীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
৭ মার্চ রাতে ওই মামলায় গ্রেফতার হন সানি। এরপর দীর্ঘদিন কারাগারে কাটান। শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ভুক্তভোগী তরুণীকে ২ মাসের মধ্যে বিয়ের শর্তে উচ্চ আদালত থেকে জামিন নেন।