নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধনের নেতৃত্বে সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি কর্মসূচি আয়োজিত হয়েছে।
বুধবার (২ জুলাই) জাতীয় যুবশক্তির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে।
দিনের শুরুতে জুলাই-আগস্টের বিপ্লবে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বাদ মাগরিব উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন খান।
জাহিদুল হক বাঁধন বলেন, জুলাই-আগস্টের শহিদদের রক্তে রঞ্জিত বিপ্লব ছিল এই রাষ্ট্রকে কলুষমুক্ত করার শপথ। আমরা চেয়েছিলাম ন্যায়বিচার, কাঙ্ক্ষিত সংস্কার ও জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনতে। কিন্তু গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, এখনো পর্যন্ত খুনি হাসিনা ও তার দোসররা আইনের আওতার বাইরে, অপরাধীরা রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।
সংস্কারের নামে প্রহসন চলছে, অপরাধীদের বিচারের দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে এবং জনগণের আত্মত্যাগের ইতিহাসকে চেপে রেখে পুনরায় দুঃশাসনের কালো ছায়া বিস্তার করছে।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই নীরবতা। এই প্রতারণা আমরা মেনে নেব না। বিপ্লব শুধু শোক নয়, শপথ। এই প্রতারণার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, চলবেই।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম, মোখলেছুর রহমান স্বজন, সদস্য হোসাইন ভূঁইয়া, ইরফান সাদিক, ইমরান, মাছুম, তৌফিক, শুভ,ফাহিম রকিসহ প্রমূখ।