নিজস্ব প্রতিবেদক:
মিতু জানান, অনেকে মনে করেন বাস্তব জীবনটাও পর্দার মতোই মিশা সওদাগরের। কিন্তু তাঁর বাস্তব জীবন পুরো উল্টো। বাস্তব জীবনে দারুণ অমায়িক একজন মানুষ ঢাকাই ছবির এই খলনায়ক।
মিতু আরও বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রের আনপ্যারালাল খলনায়ক তিনি। শুটিংয়ের সময় সহশিল্পীর সঙ্গে তাঁর ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি। কাজের ফাঁকে সেটে প্রোডাকশনের ছেলেদের তাগিদ দেন “এই, মিতুকে চেয়ার দাও, বসতে দাও।’’ শুধু আমার ক্ষেত্রেই নয়, সহশিল্পী সবারই তিনি এভাবে খোঁজ নেন। চিন্তা করেন, এত বড় একজন মানুষ, এত আন্তরিকতা দিয়ে সবার দিকে নজর রাখেন। আমি মনে করি, একজন সত্যিকারের অভিনেতার গুণ এটি। নিজে বড় হতে হলে মনটা সহজ–সরল রাখতে হয়, ভালোবাসা ছড়াতে হয়।’
এদিকে জাহারা মিতুর স্ট্যাটাসের নিচে মন্তব্যের ঘরে মিশা সওদাগর লিখেছেন ‘গ্রেট’। উত্তরে মিতু ভালোবাসার ইমো দিয়েছেন। জাহারা মিতুর সঙ্গে কাজ করে ভালো লাগার কথা জানালেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘“আগুন” ও “কমান্ডো” নামের আরও দুটি ছবিতে আমরা দুজন আছি। ওই দুটি ছবির কাজ আগেই শুরু হয়েছে, কিন্তু আমাদের এক ফ্রেমে কাজ হয়নি। আপাতত শুটিং বন্ধ আছে ছবি দুটির। “কুস্তিগির” ছবিতে কাজ করতে গিয়ে দেখলাম কাজের ব্যাপারে খুবই সিরিয়াস মিতু। প্রস্তুতি নিয়েই তিনি সেটে আসেন। সিনেমায় নতুন হিসেবে তাঁর কাজ আমরা ভালো লেগেছে।’
মিশা আরও বলেন, ‘ভালো কাজের জন্য প্রতিটি নতুন শিল্পীরই মিতুর মতো প্রস্তুতি নিয়ে এসে কাজ করা উচিত। এভাবে ধরে রাখতে পারলে মিতুও একদিন ঢাকার চলচ্চিত্রে অনেক ওপরে থাকবেন।’ ‘কুস্তিগির’ ছবিতে জাহারা মিতুর বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী।
বিএসডি/ এফএস