যুক্তরাজ্য থেকে, নাজমুল হোসেন:
ব্রিটেনের বাঙ্গালী অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে এক ব্রিটিশ বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার করে মেট পুলিশ। গত ৬ নভেম্বর শনিবার সকাল ৮.৪৫ মিনিটে লাইমহাউজ ক্যানেলের পাশে নেভিগেশন রোড থেকে উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতে নিহত এ ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায় নি।
সম্প্রতি লন্ডনে স্কুল শিক্ষিকা সাবিনা নেসাকে খুনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে এ নিয়ে পাঁচ বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হলেন। এ নিয়ে কমিউনিটি গভীরভাবে শোকাহত ও মারাত্নক আতংকিত।
সোমবার সকালে পুলিশ কিছু বিস্তারিত তথ্যসহ পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ওই দিন ছুরিকাঘাতের শিকার তরুণের নাম মোহাম্মদ আকিল মাহদি, তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বয়স ২২ বছর। জন্ম তারিখ ৭ অক্টোবর ১৯৯৯ সাল। তার পরিবার উত্তর লণ্ডনের কেমডেন এলাকায় থাকে।
তিনি মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করে গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। অত্যন্ত সুরেলা গলা ছিলো তার। সে অনেক ছেলে মেয়েকে আনন্দের সাথে কোরান শিক্ষাদান করতো। তাঁর বন্ধুদের কাছে সে ছিল একজন অনুকরনীয় ব্যক্তিত্ব। তার মাও একজন কোরআনের শিক্ষক ছিলেন।
হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিটেনের ক্রাইম স্পেশালিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত করছেন। ময়না তদন্তের রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
স্কটল্যান্ড ইয়ার্ড বলেন, তদন্ত ব্যাপকভাবে চলছে। আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার যাতে সুষ্ঠু বিচার পায় সেই চেষ্টা অব্যাহত থাকবে।