ক্রীড়া ডেস্ক,
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নেপালের কিংবদন্তি ক্রিকেটার পরশ খড়কা। বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের নেতৃত্ব সবই পেয়েছেন এই ৩৩ বছর বয়সী অলরাউন্ডার।
বিদায় বেলায় টুইটারে খড়কা লিখেন, নেপালের হয়ে খেলাটাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি সবসময় আমার কোচ, খেলোয়াড়, ভক্ত, স্টেকহোল্ডার, বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবো, যারা ২০০২ সাল থেকে দীর্ঘ ১৮ বছর আমাকে সমর্থন দিয়ে এসেছেন।
নেপালের ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সেরা ক্রিকেটার খড়কা দলের সেরা ব্যাটসম্যান হিসেবেই খেলতেন। তিন ও চারে ব্যাটিং করা এই তারকা টি-টোয়েন্টিতে ৭৯৯ ও ওয়ানডেতে ৩১৫ রান করেছেন। দুটি ফরম্যাটেই যা দেশটির সর্বোচ্চ স্কোরের মর্যাদা রয়েছে তার।
এছাড়া তিনি প্রথম নেপালি ব্যাটসম্যান যিনি দুই ফরম্যাটেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। বোলিংয়েও দক্ষতা দেখানো খড়কা অফস্পিনের পাশাপাশি মিডিয়াম পেসও করতেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে তার ৯ ও ৮টি উইকেট রয়েছে।
খড়কার নেতৃত্বেই নেপাল ২০১৪ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে। এমনকি তার অধীনেই নেপাল ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের মধ্যদিয়ে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পায়। আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় তার অধীনেই।
খড়কার অধীনে নেপাল ২৬ টি-টোয়েন্টির ১১টিতে জয় পায়। এছাড়া ৬ ম্যাচ ওয়ানডে খেলে ৩টিতে জয় তুলে নেয়।
বিএসডি/আইপি