নিজস্ব প্রতিবেদক,
কোয়ালিফাইয়েড ইনভেস্টরস অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আগামী ৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করেছে অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৪ জুলাই প্রতিষ্ঠানটিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অর্থ উত্তোলনের জন্য প্রস্তাব অনুমোদন করে। এরপর কমিশনের ৭৮৪তম কমিশন সভার সিদ্ধান্ত অনুসারে কনসাল লেটার দেয় বিএসইসি।
কোম্পানির তথ্য মতে, কোম্পানিটি কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরী মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ২ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৮ টাকা ৯ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
বিএসডি/আইপি