বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।( “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)”
শাখাওয়াতের মৃত্যুর খবরে দা’ওয়াহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এই দূর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইআইইউসি ইবি ক্লাব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইবি ক্লাব এর প্রেসিডেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিন স্যার বলেন,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র দাওয়াহ ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাখায়াত হোসাইন এর আকস্মিক মৃত্যুতে আমরা ইবি পরিবার শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি, গভীর সমবেদনা জানাই শোকার্ত পরিবারের প্রতি। মহান রাব্বুল আলামিন শাখায়াত হোসাইনকে বেহেস্ত নসিব করূন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।
সেই সাথে ইবি ক্লাব এর এজিএস মোহাম্মদ আইমান বলেন,” ইকোনমিকস এবং ব্যাংকিং ডিপার্টমেন্ট শাখাওয়াত ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সকল ছাত্র ভাইদের প্রতি আহবান থাকবে তারা যেন ঝুকিপূর্ণ বাইক চলাচল থেকে দূরে থাকেন। আমরা সড়ক দুর্ঘটনায় আর কোনো শাখাওয়াত কে হারাতে চাইনা। দোয়া করি আল্লাহ শাখাওয়াতকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুক।”
উল্লেখ্য, গত ২১ শে ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন শাখাওয়াত। পথিমধ্যে তার মোটরসাইকেলের ব্রেক ফেল করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় বদলি করা হয়। ঢাকা নেওয়ার পথে শাখাওয়াত মারা যান।
বিএসডি/জেজে