নিজস্ব প্রতিবেদক
ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাব আয়োজিত আইডিয়া হান্টার্স ৪.০-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে গত ৩০ জানুয়ারি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কয়েক মাস কঠোর প্রতিযোগিতার পর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে টিম ‘ওয়েডিং ক্র্যাশ’ আইডিয়া হান্টার্স ৪.০ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আইডিয়া হান্টারস ৪.০, ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট, একটি জাতীয় বিপণন কেস প্রতিযোগিতা, যেখানে সারা বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের দলগুলো অংশগ্রহণ করতে এগিয়ে এসেছিল এবং তাদের প্রতিভা দেখিয়েছিল। প্রতিযোগিতাটি তিনটি অনন্য বিভাগে বিভক্ত ছিল, যাতে অংশগ্রহণকারী দলগুলো তাদের সেরা পারফর্ম করতে পারে।
চ্যাম্পিয়ন টিম হিসেবে ৫০,০০০ টাকা প্রাইজমানি জিতেছে ‘ওয়েডিং ক্র্যাশ’। টিম ‘ক্যান্টো ম্যান্টো’ ১ম রানার্স আপ হিসেবে জিতেছে প্রাইজমানি ৩০,০০০ টাকা এবং সবশেষে, টিম ‘ভিসনারি ভর্টেক্স’ ২০,০০০ টাকা পুরস্কারের সাথে ২য় রানার্স আপ শিরোপা জিতেছে।
আইডিয়া হান্টার্স ৪.০-এর গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সিওও এবং কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শেখ আমিনুর রহমান।
ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট এবং আইডিয়া হান্টার্স ৪.০-এর অন্যতম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ঈশান এই ইভেন্টের জন্য উৎসাহের কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, আইডিয়া হান্টার্স হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণদের সম্মিলিত ধারণাগুলো তাদের প্রাপ্য মহিমা পায়।
আইডিয়া হান্টার্স ৪.০ ছিল এই ধরনের প্রতিযোগিতার চতুর্থ আয়োজন, যা ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাব সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে।