রিয়েলমি ফ্ল্যাশ মডেলের স্মার্টফোন। ছবি : সংগৃহীত
প্রযুক্তি ডেস্ক,
প্রযুক্তিজগতে আরও এক ধাপ এগিয়ে রিয়েলমি ফ্ল্যাশ নামে নতুন একটি স্মার্টফোন আসছে বাজারে। ফোনটির সাথে থাকবে ম্যাগডার্ট ওয়্যারলেস চার্জার। যা কিনা আইফোনের অনেকাংশে মিল।
এই চার্জারে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যেতে পারে। যা স্মার্টফোন বিশ্বের দ্রুততম ওয়্যারলেস চার্জিং হতে পারে।
ওয়্যারলেস চার্জিংয়ে মূলত একটি ম্যাগনেটিক প্ল্যাটফর্ম দেওয়া হয়। যার উপর ফোন রাখলেই চার্জ হতে শুরু করে। অর্থাৎ ফোনের মধ্যে চার্জারের ইউএসবি লাগানোর কোনো প্রয়োজন নেই। এছাড়া টেবিলের নিচেও ওয়্যারলেস চার্জারটি সেট করা যায়। ফলে টেবিলের নির্দিষ্ট স্থানে ফোন রাখলেই তা চার্জ নিতে শুরু করবে। তবে সে ক্ষেত্রে মাঝের কাঠ অত্যন্ত পাতলা হতে হয়।
এরই মধ্যে নতুন ফোনের টিজার প্রকাশ করেছে রিয়েলমি। আগামী ৩ আগস্ট এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন : হুইসেলের উদ্যোগে শিশু-কিশোরদের ফ্রি কোডিং কর্মশালা
টেক দুনিয়ার খবর দেওয়া জিএসএমএরেনার প্রতিবেদন অনুযায়ী, রিয়েলমি ফ্ল্যাশে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকবে। সাথে নতুন ডিভাইসটিতে ১৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি র্যাম থাকবে। একই সাথে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা থাকবে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
বিএসডি/আইপি