আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আবারও কিছু নথি চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি। তাই ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহেই হয়ত ছাড়পত্র পেতে যাচ্ছে ভারতের তৈরি এ টিকা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জেনেভায় সাংবাদিক সম্মেলনে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মরিয়ঞ্জিলা সিমাও বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারতীয় টিকা নির্মাতা সংস্থাগুলো উচ্চমানের কোভিড টিকা বানাতে সক্ষম।’
এর আগে গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মার্গারেট হ্যারিস বলেছিলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এ সংক্রান্ত একটি সুপারিশ আশা করতে পারি।’
যদিও মরিয়ঞ্জিলা জানিয়েছেন, সেই প্রক্রিয়ায় আরও সপ্তাহখানেক দেরি হতে পারে। কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক লিমিটেড ধারাবাহিক ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রয়োজনীয় নথি সরবরাহ করে চলেছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয় মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার ফল সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেগুলো জানতে চাওয়া হয়েছে। তাই ‘টেকনিক্যাল কারণে’ ছাড়পত্র দিতে কিছু দেরি হতে পারে। এর পর মানবদেহে পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের বিশদ তথ্য নির্মাতা সংস্থার পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়। এরপর মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি আবারও কিছু তথ্য চায় ভারত বায়োটেকের কাছে।
সূত্র : আনন্দবাজার
বিএসডি/এসএসএ