খুবি প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলগুলো। আজ সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা টিকা নেওয়ার সনদ, টিকার রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে হলে উঠতে শুরু করেছেন। হলে প্রবেশকালে শিক্ষার্থীদের গোলাপ ফুল, চকলেট, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার উপহার দিয়ে স্বাগত জানান স্ব স্ব হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে ফেরায় ক্যাম্পাসে যেন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। হলের ওঠার সময় একে অপরকে জড়িয়ে ধরে বহুদিনের জমানো আবেগ প্রকাশ করতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলেই শিক্ষার্থীরা প্রবেশ করেন। দীর্ঘদিন পরে তাঁরা নিজেদের দ্বিতীয় আবাসে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে শিক্ষার্থীদের আগমনের সংখ্যা। তবে আবহাওয়া কিছুটা বৈরি হওয়ায় শিক্ষার্থীরা কিছুটা অসুবিধায় পড়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নিলয় কুমার সরকার বলেন, দেড় বছর পর হলে উঠেছি। সত্যিই বিষয়টা অনেক আনন্দের। প্রথম যখন সিট পেয়ে হলে উঠেছিলাম সেই অনুভূতি যেন আবারও হচ্ছে। এত দিন হলের ক্যানটিন, ডাইনিং ও আমাদের রুমগুলোতে কাটানো সময়গুলো মিস করেছি। আজ থেকে আবার সেই দিনগুলো ফিরে পাব। অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুশরাত রিম্মী বলেন, আজ থেকে শুধুমাত্র চতুর্থ বর্ষ (স্নাতক) ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠছে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করতে পারে সে জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. আবু শামিম মোহাম্মদ আরিফ বলেন, এত দিন পর শিক্ষার্থীদের পদচারণায় হলগুলো প্রাণ ফিরে পেয়েছে। আমরা মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছি যাতে শিক্ষার্থীরা এসে হলে থাকতে পারেন। উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ ছিল খুবির আবাসিক হলগুলো। আজ ১৮ অক্টোবর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে ওঠার মধ্য দিয়ে হলগুলো আবার খুলেছে। আগামী ২৬ অক্টোবর থেকে সকল বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে পারবে।
বিএসডি/এসএসএ