নিজস্ব প্রতিবেদক:
পবিত্র শবে মেরাজ আজ সোমবার। ধর্মপ্রাণ মুসলমানরা আজ দিবাগত রাতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবে মেরাজ পালন করবেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ৫১ বছর বয়সে মেরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান।
নবী করিমের (সা.) মেরাজের রাতের এই ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি পালন করেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, শবে মেরাজ উদযাপন উপলক্ষে আজ দুপুর দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিনটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।
বিএসডি/ এলএল