টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ অভিযান চালিয়ে চট্টগ্রাম আদালত ভবন থেকে পুলিশের হেফাজত থাকা পালিয়ে আসা আসামি হামিদ হোসাইনের ছেলে আবুল কালামকে (২৫) আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।
রোববার গভীর রাতে লেদা ২৪ নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে টেকনাফ ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক তারিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন।
এপিবিএন ১৬ সূত্র জানায়, চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চট্টগ্রাম আদালত চত্বর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আবুল কালাম ব্লক-বি, রুম-৩৩৯, এফসিএন- ২৮১৫৩৩, ক্যাম্প-২৪ (লেদা) এ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত রোহিঙ্গা সিএমপি চট্টগ্রামের কোতোয়ালি থানার এক মামলার এজাহারনামীয় পলাতক আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আসামি পালানোর ঘটনায় রোববার কর্তব্য অবহেলার দায়ে নগরের কোতোয়ালি থানার এসআই পদমর্যাদার এক কর্মকর্তা ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএসডি/ এলএল