ক্রীড়া ডেস্ক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভিরাট কোহলির ৩২২৭ রানকে ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তার রান এখন ৩২৪৮।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে কিউই দলে গাপটিল খেললেও ভারতীয় দলের হয়ে খেলছেন না ভিরাট কোহলি। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩১ রান করে আউট হলেও কোহলিকে ছাড়িয়ে যান কিউই ওপেনার গাপটিল।
গাপটিলের টি-টোয়েন্টিতে অভিষেক ২০০৯ সালে। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে এখনও পযর্ন্ত মোট ১১১টি টি-টোয়েন্টি খেলেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। ৩২৪৮ রান করার পথে গাপটিলের ২টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি আছে ১৯টি। যেখানে ৩২’র বেশি এভারেজ ও ১৩৬ এর মতো স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি।
আর ২০১০ সালে এই ফরম্যাটে অভিষেক হওয়া কোহলি ৯৫ ম্যাচ খেলে ৩২২৭ রান করেছেন পঞ্চাশের বেশি এভারেজ নিয়ে। যেখানে তার স্ট্রাইকরেট গাপটিলের চেয়ে বেশি, ১৩৭।
টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন এই ফরম্যাটে বর্তমানে ভারত দলের দায়িত্বে থাকা রোহিত শর্মা। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন চারে। আর আয়ারল্যান্ডের পল স্টার্লিং আছেন পাঁচে।
বিএসডি/এসএসএ