আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিস্ফোরণে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। সোমবারের এই বিস্ফোরণে আহত হয়েছে আরও কমপক্ষে চারজন। তালেবানের নিয়োগকৃত দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের লালোপার জেলায় খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ি পুরোনো অবিস্ফোরিত মর্টাল শেলে আঘাত হানলে বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আফগানিস্তানে তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান কার্যালয় নানগারহার প্রদেশে রয়েছে। গত বছরের আগস্টের মাঝের দিকে দেশটির ক্ষমতাসীন সরকারকে বিতাড়িত করে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে কয়েকটি হামলা চালিয়ে আইএস।
তবে দেশটিতে ২০১৪ সাল থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র জঙ্গিগোষ্ঠী। সেই সময় থেকে দেশটিতে কয়েক ডজন ভয়াবহ হামলা চালিয়েছে আইএস। সেখানে প্রায়ই সংখ্যালঘু শিয়া মুসলিমদের হামলার নিশানা বানায় আইএসের সদস্যরা।
কয়েক দশকের যুদ্ধ এবং সংঘাতে বিধ্বস্ত আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি অবিস্ফোরিত স্থল মাইন এবং অন্যান্য গোলাবারুদ রয়েছে। এসবের বিস্ফোরণে প্রায় ভুক্তভোগী হচ্ছে দেশটির শিশুরা।
সূত্র: এপি।
বিএসডি/ এলএল