আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। আফগান সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান সেনাবাহিনীকে সহযোগিতা করতেই বিমান হামলা চালানো। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আফগান বাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা আরও চালানো হবে। আর এটির বৈধতা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।
বিএসডি/আইপি