নিজস্ব প্রতিবেদক:
ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে বাধা দেওয়ার অভিযোগে তুলে ফরিদপুরের করিমপুর পুলিশ ফাঁড়িতে তার সমর্থকদের হামলায় এ পর্যন্ত দুইটি মামলা হয়েছে।
ওই ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় গত সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে অপর মামলাটি করেন নান্নু শেখ নামের এক ব্যক্তি। করিমপুর পুলিশ ফাঁড়ি যে বাড়িতে অবস্থিত তিনি সেই বাড়ির মালিক। হামলাকারীরা তার একটি মাইক্রোবাস ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশের মামলায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা আট জন এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে। আর বাড়ির মালিকের মামলায় তিন জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুইশ জনকে আসামি করা হয়েছে।
তবে দুই মামলায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত রোববার সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দক্ষিণ পাশে নির্মাণাধীন আমজাদ সরদারের জুট মিল মাঠে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছিল। মারকাযুত তাকওয়া ইসলামি মাদ্রাসা ও সরদার বাড়ি জামে মসজিদের আয়োজনে এই ওয়াজ মাহফিলে আবু ত্বহার বক্তব্য দেওয়ার কথা ছিল।
সন্ধ্যায় ওয়াজ মাহফিল শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে ঘোষণা দেওয়া হয় প্রশাসনের আপত্তির কারণে আবু ত্বহা বক্তব্য দেবেন না। সেখানেই মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
এতে শ্রোতাদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সেখান থেকে কিছু লোক প্রায় ৫০০ মিটার দূরে করিমপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালান।
ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তিন জন পুলিশ সদস্য আহত হন।
বিএসডি/ এলএল