ক্রীড়া ডেস্ক,
রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে ফিরেছেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেরো লুকাকু। তার সঙ্গে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা করার ব্যাপারটি একদমই পছন্দ করছেন না তিনি। বেলজিয়ামের জার্সিতে ৬৬টি আন্তর্জাতিক গোলের মালিক লুকাকু নিজেই সংবাদ সম্মেলনে এসে বলেছেন এমনটি।
লুকাকুর মতে রোনালদোর সঙ্গে তার তুলনা সম্পূর্ণ অযৌক্তিক। দুর্দান্ত শট পাওয়ার ও হোল্ডিং আক্রমণের জন্য বিখ্যাত লুকাকু মনে করেন রোনালদোর সাথে তুলনার যোগ্য হতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
সম্প্রতি বেলজিয়ামের হয়ে নিজের ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করা এই চেলসি ফরোয়ার্ড বলেন, ‘আমাকে কখনোই রোনালদোর সঙ্গে তুলনা করবেন না। সে আমার কাছে ফুটবল ইতিহাসের সেরা তিন ফুটবলারের একজন। সে যা অর্জন করেছে আমাদের প্রজন্মের কাছে তা বিশেষ কিছু।’
এই ফরোয়ার্ডের মতে রোনালদোর ইংল্যান্ডে ফেরাতে লাভই হবে ইংলিশ ফুটবলের। বেলজিয়ান তারকা বলেন, ‘তার বিপক্ষে ইতালিতে খেলতে পেরেছি তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখন সে প্রিমিয়ার লিগে। নিশ্চিতভাবেই এটা ইংলিশ ফুটবলের জন্য ভালোই হবে।’
সবশেষে এমন অসম তুলনাকে পরিসংখ্যান দিয়ে উড়িয়ে দিয়ে লুকাকু বলেন, ‘আপনি যদি পরিসংখ্যান দেখেন এমন তুলনার কোন মানেই হয় না।’
উল্লেখ্য ২০১৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিতে পাড়ি জমান লুকাকু। এবার সেই ইউনাইটেডই দলে ভিড়িয়েছে বিশ্বের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
বিএসডি/এএ