হাবিপ্রবি প্রতিনিধি
রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল গফফার মিয়া । তিনি জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) দায়িত্ব পালন করছিলেন। শামিমা বেগম ( উপ-সচিব ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৫ আগস্ট বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী প্রফেসর ডঃ আব্দুল গফফার মিয়া, চেয়ারম্যান জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-কে রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নাটোর-এর উপাচার্য পদে যোগদানের তারিখ হতে ০৪( চার) বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো “।
উল্লেখ্য, অধ্যাপক ড. আব্দুল গফফার মিয়া হাবিপ্রবিতে মিনি-চিড়িয়াখানা তৈরি করার মাধ্যমে হাবিপ্রবির শিক্ষার্থী সহ বহিরাগত দর্শনার্থীদের মাঝে এক উল্লেখযোগ্য সাড়া ফেলেছেন। চিড়িয়াখানাটিতে উটপাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। গবেষণার কাজেই মূলত উক্ত চিড়িয়াখানাটি প্রাণীদের জন্য ব্যবহার করা হয়।
বিএসডি/রাকিবুল/এমএম