বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭৬.৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়ার মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে এই আর্থিক প্রতারণা সংঘটিত হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা সোনি রাজদান মুম্বাইয়ের জুহু থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।
২০২১ সালে আলিয়া ভাট তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ চালু করেন। এই সংস্থার শুরু থেকেই ২০২৪ সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গে কাজ করেছেন। এই সময়ে আলিয়ার আর্থিক নথিপত্র এবং টাকা বেদিকার তত্ত্বাবধানেই ছিল।
অভিযোগ অনুযায়ী, আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং প্রযোজনা সংস্থার দুটি অ্যাকাউন্ট থেকে মোট ৭৬ লাখ ৯০ হাজার টাকা সরিয়েছেন বেদিকা।
পুলিশ জানিয়েছে, বেদিকা শেঠি জাল বিল তৈরি করে আলিয়াকে দিয়ে তাতে সই করিয়ে টাকা তুলেছেন। তিনি আলিয়াকে বোঝাতেন যে এই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ বা অন্যান্য জরুরি খরচের জন্য।
তদন্তে আরও জানা গেছে, বেদিকা শেঠি এই জাল বিল থেকে তোলা টাকা দিয়ে কিছু পেশাদার সরঞ্জাম কিনেছিলেন। বাকি টাকা তিনি তার বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, যা পরে আবার নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে এনেছিলেন।