নিজস্ব প্রতিবেদক:
ভুয়া ডিবির দৌরাত্ম্য বন্ধ এবং নিজেদের স্বচ্ছতার জন্য অত্যাধুনিক জ্যাকেট পরে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। নতুন পোশাক পরেই গ্রেপ্তার করা হয়েছে ভুয়া ডিবি চক্রের ছয় সদস্যকে। চক্রটি ডিবির পুরোনো জ্যাকেট পরে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার সময় তুলে নিত গ্রাহকদের। এরপর টাকা হাতিয়ে তাদের ছেড়ে দিত।
গ্রেপ্তার ছয়জন হলো- ফরিদ উদ্দিন, পারভেজ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, জসিম ও নাছির। তাদের কাছ থেকে ডিবি লেখা তিনটি জ্যাকেট, একটি হাতকড়া, একটি লাঠি, তিনটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, পাঁচটি চেক বই ও একটি পুরাতন নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গত রোববার রাজধানীর মতিঝিল এলাকায় ডিবির মতিঝিল বিভাগের সদস্যরা এ অভিযান চালান।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বড় অঙ্কের টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর ডিবি পরিচয়ে গ্রাহকদের গাড়িতে তুলে প্রাণনাশের হুমকি দিয়ে সঙ্গে থাকা টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে নিত চক্রটি।
ভুয়া ডিবির পোশাক সম্পর্কে হারুন অর রশীদ বলেন, ডিবির নতুন পোশাক নকল করা সম্ভব নয়। কেউ ডিবি পরিচয় দিলে নতুন জ্যাকেটে থাকা কিউআর কোড যাচাই করলেই সংশ্নিষ্ট সদস্যের পরিচয় জানা যাবে। এ ছাড়া এ জ্যাকেটে অত্যাধুনিক ও গোপনীয় কিছু ফিচার যুক্ত করা হয়েছে।