স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে আজ রাতে মাঠে নামবে তিন জায়ান্ট চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। রাত দেড়টায় ওয়াটফোর্ডের আতিথ্য নেবে চেলসি। রাত সোয়া দুইটায় অ্যাস্টন ভিলার সাথে লড়বে ম্যানচেস্টার সিটি।
একই সময় মার্সিসাইড ডার্বিতে লড়বে এভারটন ও লিভারপুল। ডার্বি ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে অলরেডরা। গেল মৌসুমে টপ ফাইভের রেসে থাকলেও এবার নতুন কোচ রাফায়েল বেনিটেজের অধীনে ধুঁকছে এভারটন। প্রিমিয়ার লিগে দুই দলের ৫৮ দেখায় লিভারপুল জিতেছে ২৪ ম্যাচ আর ১০ ম্যাচ জিতেছে এভারটন। এই ম্যাচের আগে অলরেডদের ইনজুরি তালিকাটা বেশ লম্বা। নাবি কেইটা, জো গোমেজ, এলিয়ট, ফিরমিনিয়ো ও কার্টিস জোন্সের সার্ভিস পাবে না লিভারপুল।
চেলসির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা পেপ গার্দিওলার দল আজ খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ভিলা পার্কে। এই ম্যাচ খেলতে পারেন ইনজুরি থেকে ফেরা ফিল ফোডেন ও জ্যাক গ্রিয়ালিশ। তবে তারা ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন কিনা তা দেখাই গার্দিওলার উদ্দেশ্য। অন্যদিকে, কোভিড-১৯ এ আক্রান্ত কেভিন ডি ব্রুইনার ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সিটি বস।
বিএসডি/এসএসএ