খেলাধূলা প্রতিনিধি:
সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে সিরিজ জয় নিশ্চিত করতে হলে ইতিহাসই গড়তে হতো ইংল্যান্ডের। কারণ এই মাঠে ১৯১ রান এর আগে কোনো দলই তাড়া করতে পারেনি। বাটলাররা ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে পারেননি। ১৯২ রানের লক্ষ্য শুরু থেকে পিছিয়ে ছিল তাঁরা। জস বাটলার, জেসন রয়রা ছিলেন ব্যর্থ। তেমনি মিডল অর্ডার কোনো ব্যাটসম্যানরাও দক্ষিণ আফ্রিকান ‘চায়নাম্যান’ বোলার তাবরিজ শামসির বলে ছিলেন অসহায়। শামসি ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ইংল্যান্ডও ১৬.৪ ওভারের বেশি টিকতে পারেনি। কোনোমতে ১০১ রান তুলেই আত্মসমর্পণ করেছে তারা।
বিএসডি/ এমআর