খেলাধূলা প্রতিনিধি:
১৩ জনের এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও পেসার ম্যাথু পটকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাকা হয়েছে তাঁদের।
গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় ইয়র্কশায়ার ব্যাটসম্যান ব্রুকের। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৫১.৬০ গড়ে ৭৫৮ রান করেছেন এই ডানহাতি। তিনটি শতকের সঙ্গে করেছেন চারটি অর্ধশতক। কাউন্টিতে মুগ্ধ করেছেন ডারহামের পেসার পটও। ৩৫ উইকেট নিয়ে এ মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
রব কি বলেছেন, দলে জায়গা প্রাপ্য ছিল ব্রুক ও পটের, ‘কাউন্টি মৌসুমে দুর্দান্ত শুরুর পুরস্কার দিয়েছি আমরা। এ পর্যায়ে খেলার সুযোগ পাওয়াটা প্রাপ্য তাদের।’ আগামী ২ জুন লর্ডসে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট। স্টোকস-ম্যাককালামের অধীনে প্রথমবারের মতো নামবে ইংল্যান্ড।
বিএসডি/ এমআর