আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে এ পর্যন্ত দুই হাজারের বেশি ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে বলে বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। রাশিয়ার হামলায় ১০ জন উদ্ধারকর্মীও নিহত হয়েছে।
রাশিয়ার ছোড়া বোমায় ধরে যাওয়া অন্তত ৪০০ জায়গার আগুন নেভানো হয়েছে। নিষ্ক্রিয় করা হয়েছে ৪১৬টি বিস্ফোরক।
গত সাত দিনের যুদ্ধে রাশিয়া শত শত পরিবহন কেন্দ্র, আবাসিক ভবন, হাসপাতাল এবং কিন্ডারগার্টেন ধ্বংস করেছে বলে দেশটির ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে।
এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিএসডি/ এফএস