নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্র দখলের অভিযোগ, নৌকায় সিলযুক্ত ব্যালট বই উদ্ধার, জালভোট, ককটেল বিস্ফোরণ ও সাংবাদিকদের ওপর হামলাসহ নানা ঘটনার ভেতর দিয়ে চলছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।
এ ছাড়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৫টি কেন্দ্রে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘটনাও ঘটেছে।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে আজ বুধবার সকাল ৮টা থেকে দেশের ৭০৮টি ইউপিতে ভোটগ্রহণ চলছে, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন ভোটারের এসব ইউপির মধ্যে ৪০টিতে ভোট হচ্ছে ইভিএমে। বাকিগুলোতে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।
এবারের ইউপি নির্বাচনের আগের ৪ ধাপে নির্বাচনী সহিংসতা ও গোলযোগের কারণে এর মধ্যে অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য এসেছে গণমাধ্যমে।
আজ পঞ্চম ধাপের ভোটের সকালে সাভারের আশুলিয়ায় কেন্দ্র দখল নিয়ে ২ কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ১টি কেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিল মারা অবস্থায় ৪টি ব্যালট বই উদ্ধারের অভিযোগ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভোটাররা জানান, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ (কলেজ শাখা) কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ও ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী কেন্দ্র দখল করে ব্যালট বই নিয়ে নৌকায় সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে থাকেন। এসময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আপেল প্রতীকের প্রার্থীর সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরে নৌকা প্রতীকে সিল মারা অবস্থায় ৪টি ব্যালট বই উদ্ধার করা হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার পর ভোটগ্রহণ স্থগিতের দাবিতে কেন্দ্রে বিক্ষোভ করেন ঘোড়া প্রতীকের (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ও অন্যান্য প্রার্থীর সমর্থকরা।
তবে জাল ভোট প্রদানের অভিযোগ অস্বীকার করেন আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ শাখা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভাশিস কুমার চ্যাটার্জি।
এ ছাড়া আমিনবাজার ও পাথালিয়া ইউপি নির্বাচনেও কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীরা।
সকাল ১০টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বহনকারী ৭টি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় অন্তত ৩ জন সাংবাদিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালীর ১০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আহালা আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার শাহেদা পিয়া এ বিষয়ে বলেন, ‘নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে আমরা কেন্দ্রে পৌঁছালে ভোটকেন্দ্রের বাইরে সাংবাদিকদের বহনকারী ৭টি গাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউপিতে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর এক জনকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ব্যক্তির নাম মো. বাদশা। তিনি ওই ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন। বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৫টি কেন্দ্রে ব্যালটবাক্স পৌঁছাতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ঘন কুয়াশার কারণে নদীপথে দিক হারিয়ে ফেলায় ব্যালটবাক্স নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছে।’
এদিকে ভোটের আগের রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের তাজুল ইসলামের বাড়ির পাশে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাইফুলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বটতলা বাজারের পার্শ্ববর্তী শাহজাহান কোম্পানির বাড়ির সামনে ঘটনা ঘটে।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে আমিনবাজার জামিয়াতুল উলুম মাদ্রাসা ও আশুলিয়ার কাঠগড়া উচ্চবিদ্যালয় কেন্দ্র জাল ভোটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও মেম্বার প্রার্থীর সমর্থকরা।
কাঠগড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রর প্রিজাইডিং অফিসার হানিফুর রহমান বলেন, কেন্দ্রে কোনো জাল ভোটের সুযোগ নেই। বাহিরে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে।
আমিনবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘আমিনবাজার মাদ্রাসা কেন্দ্রে কিছু সময় ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। এখন ভোট গ্রহণ চলছে।’
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ৩৩ জন ও সাধারণ সদস্য ১১২ জন।
এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য ২৫ হাজার ২৩৩ জন।