আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্যপদ লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছিল তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
মঙ্গলবারই ইইউ’র আটটি দেশ ইউক্রেনকে এই ইউনিয়নের সদস্য করার আবেদন খতিয়ে দেখতে জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানিয়েছিল।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গত রোববার এক আবেদনে বলেছিলেন, প্রয়োজনে বিশেষ পন্থা অবলম্বন করে হলেও যেন তার দেশকে ইইউ’র অন্তর্ভুক্ত করা হয়।
ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের আবেদন গৃহিত হওয়ার অর্থ ইইউ’তে দেশটির সদস্যপদ পেয়ে যাওয়া নয় বরং এই ভোটাভুটির মাধ্যমে ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলো মাত্র।
ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি দেশকে ‘কোপেনহেগেন ঘোষণা’ নামক কিছু সুনির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে রয়েছে, মুক্ত বাজার অর্থনীতি, স্থিতিশীল গণতন্ত্র, আইনের শাসন এবং ইউরোসহ ইইউ’র সব আইন মেনে নিতে প্রস্তুত থাকা।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। ওই অভিযান বুধবার ৭ম দিনে গড়িয়েছে।
বিএসডি/ এফএস