পায়ের পেশির চোটে ভুগছেন লিওনেল মেসি। এ কারণে বুধবার রাতে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে পারেননি। এ ম্যাচটি যখন চলছিল, তখনই আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি জাতীয় দল ঘোষণা করেছেন। ইনজুরিতে ভুগলেও আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে মেসিকে রেখেছে আর্জেন্টিনা।
ক্লাব ফুটবলের ব্যস্ততার ফাকে আগামী সপ্তাহে বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতি। এই বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর উরুগুয়ে ও ১৭ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা। এই দুই ম্যাচের জন্য ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। যেখানে আগের স্কোয়াড থেকে একাধিক পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ।
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার লড়াইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান কোপাজয়ীরা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
আর্জেন্টিনা দল-
গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেস (অ্যাস্টন ভিলা), জুয়ান মুসো (আটালান্টা)
ডিফেন্ডার : গনসালো মনতিয়েল (সেভিয়া), নাউয়েল মোলিনা (উদিনেজে), লুকাস মার্টিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), জার্মান পেজেলা (রিয়েল বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আয়াক্স), গ্যাস্টন আভিলা (রোজারিও সেন্ত্রাল)
মিডফিল্ডার : মার্কোস আকুনা (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়েল বেটিস), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আনহেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিশ্চিয়ান মেডিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সোলে (জুভেন্টাস)
ফরোয়ার্ড : লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ফেদেরিকো গোমেজ (রিভার প্লেট)
বিএসডি/এসএস