আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটিতে এরপর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার সকালে এ খবর দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দেশটির ফ্লোরেস দ্বীপের মাউমেরের ১১২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ফ্লোরেস সাগরের ১৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র:আল-জাজিরার
বিএসডি/এলএল