নিজস্ব প্রতিবেদক,
ই-কমার্স কোম্পানি ইভ্যালিতে অর্ডারকৃত পণ্য সময়মত না পেয়ে কেএম ধ্রুব নামের এক শিক্ষার্থী আত্মহত্যার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা এক ভিডিওতে তিনি বলেন, “আমি নিজের সঙ্গে পেরে উঠছি না। যদি শুনতে পান আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি, তাহলে বুঝবেন এর জন্য সম্পূর্ণ দায়ী ইভ্যালি।”
শনিবার (১৭ জুলাই) “কেএম ধ্রুব” নামের ফেসবুক আইডি থেকে ৮ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে ওই শিক্ষার্থী এসব কথা বলেন। ধ্রুব শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভ গ্রামের ওবায়দুল হকের ছেলে।
ফেসবুকে আপলোড করা ধ্রুবর সেই ভিডিও বার্তা থেকে জানা যায়, গত ২৪ মে গিফট কার্ডের জন্য ১৯ হাজার ৫০০ ও ১৪ এপ্রিল কোমল পানীয় পেপসির জন্য ৬০০ টাকা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর মাধ্যমে ইভ্যালিকে দেয় ধ্রুব। মোট ২০ হাজার ১০০ টাকা দেওয়ার পরেও নির্ধারিত সময় পার হলেও পাননি অর্ডার করা পণ্য। তার অভিযোগ, ইভ্যালির হেলপলাইনে যোগাযোগ করেও পাননি কোনও সহযোগিতা।
এর আগেও পেপসির অর্ডার করে তা না পাওয়ার কথাও সেই ভিডিও বার্তায় জানান ধ্রুব।
তিনি বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে নিজের উপার্জিত টাকায় গিফট কার্ড অর্ডার দিয়ে দুশ্চিন্তায় আছি। তার ওপর প্রতিনিয়ত বাসায় এবং আশপাশের মানুষের কথা শুনতে হচ্ছে। এরকম মানসিক দুরবস্থার মধ্যে আমি কখনও পড়িনি। আমি নিজের সঙ্গে পেরে উঠছি না। যদি শুনতে পান আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি, তাহলে বুঝবেন এর জন্য সম্পূর্ণ দায়ী ইভ্যালি।
বিএসডি/এমএম