অনলাইন ডেস্ক
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার বাসায় গতকাল অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসা থেকে দুইটি স্মার্ট ফোন ও চারটি গোপনীয় দলিল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে র্যাব সদরদফতর থেকে ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় জব্দ তালিকা ও জব্দ হওয়া জিনিসপত্র পুলিশের কাছে জমা দেয় র্যাব।
গুলশান থানা সূত্রে জানা যায়, র্যাব দুইটি পুরাতন স্যামসাং স্মার্ট ফোন ও চারটি গোপন নথি রাসেলের বাসা থেকে জব্দ করেছে। সেগুলো আজ তাদের থানায় হস্তান্তরের সময় র্যাব জমা দিয়েছে।
জব্দ হওয়া মোবাইল ফোনগুলোর একটি স্যামসাং গ্যালাক্সি নোট-২০ ও অপরটি স্যামসাং গ্যালাক্সি এস-২১।
আরও জানা যায়, জব্দ হওয়া চার গোপনীয় নথির মধ্যে একটি তিন পাতার সমঝোতা স্মারক। যার মাধ্যমে ইভ্যালি অন্যান্য কোম্পানির সঙ্গে সমঝোতা করেছে। অপরটি তিনটি তিন পাতা করে মোট নয় পাতা যাতে লিখা আছে ইভ্যালির শেয়ার সংক্রান্ত গোপনীয় নথিপত্র।
তবে এসব নথির মধ্যে কী আছে বা কী ধরনের চুক্তি বা সমঝোতা স্মারক তা পুলিশ বা র্যাব কেউ জানায়নি।
বিএসডি/এমএম