নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বহু আলোচনা হয়েছে। ইসলাম ও স্বাধীনতা বিষয় দুটি সাংঘর্ষিক নয়। ইসলাম মানুষকে পরাধীন দেখতে চায় না। তবে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা সংগ্রাম আর তথাকথিত বুদ্ধিজীবীদের দৃষ্টিতে স্বাধীনতার সংগ্রাম এক নয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন আয়োজিত আলেম বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলাম যে স্বাধীনতা চায় তা হলো, বৈষয়িক ও আত্মার স্বাধীনতা। যতক্ষণ পর্যন্ত এই দুটি স্বাধীনতা সফল না হবো, ততক্ষণ পর্যন্ত আমরা না দুনিয়াতে সফল হব না, আখিরাতে।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বাংলাদেশ বৈষয়িকভাবে, ভৌগলিকভাবে স্বাধীনতা অর্জন করেছে বটেই। কিন্তু এখনও প্রকৃত স্বাধীনতা যেটা, ইসলামের দৃষ্টিতে শয়তান ও শয়তানিয়াতের নাগপাশ থেকে মুক্তি লাভ সেটি এখনো অপূর্ণ থেকে গেছে। যুব সমাজকে সেই দিকে অগ্রসর হতে হবে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মুক্তিযুদ্ধে আলেম ওলামাদের অবদান অনেকে। কিন্তু তা জানে না বা জানানো হচ্ছে না পরিকল্পিতভাবেই। আমরা দেখছি স্বাধীনতা মানেই ইসলাম থাকবে না, মসজিদ থাকবে না, টুপি থাকবে না, মাদরাসা থাকবে না, কোরআন হাসিদের শিক্ষা থাকবে না। আমরা শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী পড়েছি। তিনি লিখেছেন, আমাদের দুটি পরিচয় প্রথম মুসলমান, তারপর বাঙালি। আজকে যারা অসাম্প্রদায়িক তারা মুসলানদেরকে এ দেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত করছে।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।