নিজস্ব প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় যেই মুহুর্তে প্রতিদিন গড়েদেড় শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছে মরনঘাতি করোনায় ঠিক সেই মুহুর্তে সরকারের কঠোর লকডাউন উপেক্ষা করে দিব্যি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের সিটি কর্পোরেশনের২৬ নং ওয়ার্ডের ধামগড় ইস্পাহানী এলাকাবাসীনাম প্রকাশে আনিচ্ছুক জনৈকসচেতন শিক্ষক জানান,করোনার মহামারীর কারণে সারাদেশের মানুষ আতংকের মধ্যেকাটালেও ধামগড় ইস্পাহানী ও তার আশ পাশের এলাকার মানুষের যেনো কোন বোধই নেই। তারা দিব্যি প্রকাশ্যেই ইস্পাহানী বাজারে আড্ডাবাজী করে থাকে। স্বাস্থ্যবিধিরতো কোন বালাই নেই তার উপরে এ অঞ্চলটিতে প্রশাসনের নজরদারি খুব একটা না থাকায় তারা হাট-বাজার,রাস্তা-ঘাট এবং অলি-গলিতে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আর দোকান-পাটতো দিন-রাতই খোলা থাকছে। কারো মুখে মাস্কও পড়তে দেখা যায়না। যে যার মতো চলাফেরা করছে। যেনো এই অঞ্চলে স্বাস্থ্যবিধির বালাই নেই। তিনি আরো জানান,ধামগড় ইস্পাহানী ও আশ পাশের মহল্লাগুলোতে ঘন ঘন অভিযান চালানো দরকার। প্রশাসনিক হস্তক্ষেপ না করা হলে এলাকায় যে কোন মুহুর্তে করোনার ছড়াছড়ি পড়তে পারে।
বিএসডি মুছা/কাইয়ুম