ঢাকা কলেজ প্রতিনিধি
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা কলেজের ছাত্রবাস। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন।
প্রাথমিক অবস্থায় কড়া স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই ছাত্রাবাস খুলে দেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই ছাত্রাবাসগুলোতে সম্পন্ন করা হয়েছে সকল ধরনের প্রস্তুতি। ঢাকা কলেজের শেখ কামাল ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস ও শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে যেসকল উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর আবাসিক শিক্ষার্থী রয়েছে তারা বিকেল থেকেই স্বাস্থ্যবিধি মেনে ছাত্রাবাসে অবস্থান করতে পারবে।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও ছাত্রাবাস কমিটির আহ্বায়ক অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশনার পাওয়ার পর ঢাকা কলেজ ছাত্রাবাস কমিটি এবং শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হল খোলার ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র উচ্চমাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। এজন্য বেশ কিছু নির্দেশনাও প্রদান করা হয়।
তবে করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ছাত্রবাস বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও করোনা নেগেটিভ সনদ দেখানোর পরই শিক্ষার্থীরা ছাত্রাবাসে হয়ে উঠতে পারবে বলে জানান ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোঃ ওবায়দুল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে আমরা ইতোমধ্যেই কক্ষে সিট বরাদ্দ দিয়েছি। শিক্ষার্থীরাও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলাফলের সার্টিফিকেট স্ব স্ব হল তত্ত্বাবধায়কের নিকট জমা দিয়েছে। যে সকল শিক্ষার্থীর জমা দিয়েছে তারা আজ বিকেল থেকেই স্বাস্থ্যবিধি মেনে ছাত্রবাসে অবস্থান করতে পারবে।
বিএসডি/এমএম