নিজস্ব প্রতিবেদক
উত্তরা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালকের কার্যালয় (এস্টেট ও ভূমি-২) প্রধান কার্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রাজউকের এ সংক্রান্ত আদেশ চ্যালেঞ্জ করা রিট আবেদনে রোববার (২ ফেব্রুয়ারি) প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব ও নূর মুহাম্মদ আজমী।
আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, “উত্তরার আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের আদেশটি ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আপাতত কার্যলায়টি স্থানান্তর করা যাবে না।
গত বছর ১২ ডিসেম্বর রাজউকের প্ররিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুনের স্বাক্ষরে দেওয়া অফিস আদেশ বলা হয়, গত ১৯ ডিসেম্বর অফিস একোমোডেশন কমিটির সভায় উত্তরা থেকে উপপরিচালকের কার্যালয় রাজউকের প্রধান কার্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় অফিস আদেশে।
রাজউকের এমন সিদ্ধান্ত প্রত্যাহারে সোচ্চার হন স্থানীয়রা। তারা রাজউক চেয়ারম্যান বরাবর আবেদনও করে। সাড়া না পেয়ে আন্দালনে নামেন। গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়। কাজ না হওয়ায় উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা মো. মনির হোসেন আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের অফিস আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
প্রাথমিক শুনানির পর উচ্চ আদালত রুলসহ আদেশ দেন। উত্তরা থেকে উপ-পরিচালকের কার্যালয় স্থানান্তরের অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না এবং উপপরিচালকের কার্যালয় স্থানান্তরের বিষয়ে গণশুনানির আয়োজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান ও রাজউকের প্ররিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।