নিজস্ব প্রতিবেদক,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সকল সংস্থাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়ে তুলতে হবে। এ জন্য সমন্বিত মহাপরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে নগর ভবনে ঢাকা মহানগর সমন্বতি মহাপরকিল্পনা (২০২০-২০৫০) প্রণয়ন র্শীষক প্রকল্পের আওতায় আয়োজিত এক মতবিনিময়ে তিনি এ কথা জানান।
মেয়র তাপস বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন সংস্থা, যেমন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বিটিসিএলসহ সব উন্নয়ন সংস্থা যে সকল পরিকল্পনা নিয়েছে, সেগুলোকে সমন্বয় করা হবে। উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলার স্বপ্ন পূরণে সকলকে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।
মেয়র বলেন, আমাদের লক্ষ্য ৩০ বছর মেয়াদী একটি রূপরেখা প্রণয়ন। যে সব মহাপরিকল্পনা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে, সেগুলো সমন্বয় করে রূপরেখার আওতায় পথ চলা। সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে কারও সঙ্গে কোনো সংঘর্ষ নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, সকলের সাথে সমন্বয় করে আমরা এগিয়ে যেতে হবে। আমাদের সকলেরই অভীষ্ট লক্ষ্য জনকল্যাণমূলক কাজ, জনগণের সেবা ও ঢাকাকে বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাশিদুর রহমান, বিটিসিএল মহাপরিচালক ড. রফিকুল মতিয়া, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
বিএসডি/আইপি