লাইফস্টাইল ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রায়ই নেটিজেনদের উজ্জ্বল নীল আকাশের নিচে, সাদা দেয়ালের পাশে রক্ত লাল রঙের পোশাক পড়া সুন্দর সুন্দর ছবি দেখা যায়। ছবিগুলো দেখে মনে হয় তাদের পোশাকগুলো বোধ হয় বাতাসে উড়ছে। ‘ফ্লাইং ড্রেস ফটোস’ নামে পরিচিত এই ছবিগুলোর ট্রেন্ড শুরু হয় গ্রিক দ্বীপ সান্তোরিনিতে। তারপর দুবাই, তুলুম এবং ইতালির মতো দেশগুলোর পর্যটন স্পটে জনপ্রিয় হতে থাকে এই ধরনের ছবি।
ইভজেনিয়া ভোলোকিটিনাকে এই উড়ন্ত পোশাকের ছবির অবিসংবাদিত রাণী বলা হয়। ২০১৬ সালে তিনি স্বামী কিরিল বাবেনকভের সঙ্গে ব্যতিক্রমী ফটোশুটের জন্য ‘স্যান্তোরিনি ড্রেস’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠান করেন। সান্তোরিনি হচ্ছে অন্যতম চমৎকার একটি প্রতিষ্ঠান। যারা সবসময় ব্যতিক্রমী স্টাইল এবং ভালো মানের উড়ন্ত পোশাকের ছবি নিয়ে কাজ করেন।
এই দম্পতি বিবাহ এবং প্রকৃতি নিয়ে ফটোশুটের কাজ করতেন। তবে তার স্বামী বাবেনকেভ ডোমিনিকান প্রজাতন্ত্রের শুটিংয়ে কাজ করতেন। সেই সময় তিনি স্টাইলের জন্য একটি গাউনকে নাটকীয়তার জন্য ট্রেনের মতো লম্বা করেন। যা পরবর্তীতে সাড়া ফেলে। এরপর তারা ইতালি, কিউবা এবং দুবাইতে তাদের ব্যবসা প্রসারিত করেন।
এছাড়া তারা এসইও-এর সুবিধা নিয়েছিলেন। যে কারণে মানুষ সহজেই অনলাইনে তাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের উড়ন্ত পোশাকের ছবি খুঁজে পায়। এখন বাস্তবিক অর্থেই তাদের অনুরূপ স্টাইলে অন্যদের পক্ষে উড়ন্ত পোশাকের ছবি তোলা প্রায় অসম্ভব।
বিএসডি/এএ