খেলাধূলা প্রতিনিধি:
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত ব্যাট করছিলেন গতকালের দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। বাংলাদেশের বোলারদের সাবলীলভাবে খেলে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। তবে লাঞ্চ বিরতির আগ মুহূর্তে জোড়া আঘাত হেনে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিয়েছেন স্পিনার নাঈম হাসান।
দিনের ২৪তম ওভারের প্রথম বলে চান্দিমালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ১৩৬ রানের জুটি ভাঙ্গেন নাঈম।
১৪৮ বলে ৩ ছক্কা ও ২ চারে ৬৬ রান করেন চান্দিমাল। ওই ওভারের পঞ্চম বলেই নাঈম বোল্ড করেন নিরোশান ডিকওয়ালাকে (৩)।
৬ উইকেটে ৩২৭ রান নিয়ে লাঞ্চে গেছে লঙ্কানরা। ম্যাথিউস ১৪৭ ও রমেশ মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার নাঈমই। চারটি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান।
বিএসডি/ এমআর