হাবিপ্রবি প্রতিনিধি,
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে একই দিনে মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মুহিউদ্দিন নুর এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কর্মচারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পিকআপ ভ্যানচালক (মাস্টাররোল) মো. মঞ্জুরুল ইসলাম এবং নিরাপত্তা কর্মী আবু বক্কর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ জুলাই) রাত ১০টার দিকে পিকআপ ভ্যানচালক মো. মঞ্জুরুল ইসলাম এবং রাত সোয়া ১১টার দিকে নিরাপত্তা কর্মী আবু বক্কর মারা যান।
এ দিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে বিশ্ববিদ্যালয়ের দুইজন কর্মচারীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। এক শোকবার্তায় মঞ্জুরুল ইসলাম ও আবু বক্করের অকাল মৃত্যুতে তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
হাবিপ্রবি/এএএম/এমএম