নিজস্ব প্রতিনিধি:
মাদকদ্রব্য, ইভটিজিং, সন্ত্রাস, ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে গাছের চারা বিতরণ করেছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের কালাই থানা চত্বরে এসব আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের এক হাতে বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা এবং অন্য হাতে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শপথবাক্য পাঠ করান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
পরে সংগঠনের সদস্যরা জেলার কালাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনটির জয়পুরহাট শাখার সভাপতি রাসেল আহমেদ রিয়াদ, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।
বক্তব্যে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাসবাদ, ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে চিরসবুজ গাছের ন্যায় বাংলাদেশকেও চিরসবুজ করতে হবে।
সংগঠনটির দেওয়া তথ্যে, চলতি বছরে সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। গত চার বছরে ৪ লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিএসডি/আইপি