ক্রীড়া ডেস্ক,
সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছিল মাত্র দুইটি। তবে চলতি সিরিজ শুরুর চার দিনের মধ্যেই তিনবার ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল এবং প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা।
টেস্ট মর্যাদা সম্পন্ন দেশগুলোর মধ্যে এখন শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাকি রইল টাইগারদের। এছাড়া অন্য সব দেশের সাথেই কোনো একটি ফরমেটে সিরিজ জিতেছে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনেরও এই আফসোস রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে উচ্ছ্বসিত তিনি। তবে ইংল্যান্ডের সাথে কোনো সিরিজ না জেতায় অতৃপ্তির কথাও জানিয়েছেন বিসিবি বস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার দিন সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।
পাপনের ভাষ্য, ‘এখন পর্যন্ত দুটো দেশ বাকি (ছিল) যাদের সঙ্গে আমরা কোন দিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।’
এদিকে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচন। এর আগে সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু এখন সেটি পিছিয়ে নেয়া হয়েছে ২০২৩ সালের মার্চে। তাই অন্তত এই মেয়াদে ইংল্যান্ডকে সিরিজ হারানোর সুযোগ না পাওয়ার আক্ষেপ পাপনের।
তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে এর মধ্যে ওরা (ইংল্যান্ড) আসছে না। আসলে অবশ্য চাইতাম যেন জিততে পারি। অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই দায়িত্বকাল শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কি না… এই একটা বাকি রইল।’
বিএসডি/আইপি