কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা আজ সোমবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের এনআইডি নেই তাদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগের মধ্যে এখনো দুটি বিভাগের তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসে নি। এ দুই বিভাগ হলো নৃবিজ্ঞান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। আশা করি আজকের মধ্যে তাদের তথ্য পেয়ে যাব। এরপর কালকে আমরা এসব তথ্য নিকশ ফন্টে লিপিবদ্ধ করে ইউজিসিতে পাঠাতে পারবো। ইউজিসি থেকে সেগুলো শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে যাবে। আশা করি ১৫ দিনের মধ্যে আমরা এই কার্যক্রম শেষ করতে পারবো।’
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু শিক্ষার্থীর এনআইডি কার্ড নেই। তারা ভ্যাকসিন দিতে পারবে কিনা এ ব্যাপারে চিন্তিত।
এসব শিক্ষার্থীদের ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাইলে অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘যাদের এনআইডি নেই তাদের এনআইডি দ্রুত করে ভ্যাকসিনের জন্য আবেদন করতে হবে। এনআইডি ছাড়া কোন ভাবেই কিছু করা সম্ভব না।’
যাদের এনআইডি নেই তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ‘ভ্যারিফাই’ করে ভ্যাকসিনের আওতায় আনা যায় কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এনআইডি ছাড়া ভ্যাকসিন নেয়া যাবে না এটা সরকারেরই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন অফিসে চিঠি দিয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত এনআইডি করে দেয়ার জন্য। এনআইডি করতে সর্বোচ্চ ১৫ দিন লাগবে। তারা দ্রুত এনআইডি করুক। এনআইডি হলে আমরা তাদের তালিকা আমরা আবার ইউজিসিতে পাঠাবো।’
বিএসডি/কুবি/হুমায়রা/এমএম