খেলাধুলা প্রতিনিধি:
সেন্ট লুসিয়া টেস্ট শেষে ফেরিতে করে আটলান্টিক পাড়ি দিয়ে ডোমিনিকায় গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ওই সময় সমুদ্রে পাঁচ ঘণ্টার ফেরি পথের যাত্রায় অনেক ক্রিকেটার ‘সি সিকনেসে’ অসুস্থ হয়ে পড়েন। এর জন্য সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
তবে এবার আর ফেরি করে ডোমিনিকা থেকে ফিরতে হয়নি মাহমুদউল্লাহদের। এবার বিমানে করেই ডোমিনিকা থেকে গায়ানায় ফিরলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি তেও সুখবর নেই বাংলাদেশের জন্য। ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গত রবিবার রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে। সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
আগামী ৭ জুলাই গায়ানাতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ হার এড়াতে ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। সফরের বাকি সব ম্যাচ খেলতে গতকাল ডমিনিকা থেকে গায়না গিয়েছে বাংলাদেশ দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবেন টাইগাররা।
বিএসডি/ এমআর