নিজস্ব প্রতিবেদক:
এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম। এদিন সকাল ৯টার দিকে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন করেন। বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন আদালতের প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন।
গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর জানা গেছে। নিখোঁজ রয়েছেন ৫১ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অনেক যাত্রী। তাদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিএসডি/ এলএল