আন্তর্জাতিক ডেস্ক,
সাগরে বিস্কুট কাটারের মতো গালযুক্ত একটি হাঙর (কুকিকাটার হাঙর) নজর কেড়েছে গবেষকদের। হাঙরটি আকৃতিতে ছোট আকারের কিন্তু দেখতে ভয়ংকর। এটির চেহারা অনেকটা এলিয়েনের মতো। চোখ দুটি নিজস্ব স্থানে নেই এবং মুখ উল্টো দিকে হাঙরটির।
গবেষকরা জানতে পেরেছেন, হাঙর ও তিমির চেয়ে অনেক ছোট হলেও তার ভয়্ঙ্কর চেহারার কারণে হাঙরটিকে সমুদ্রের সব প্রাণী ভয় পায়। এমনকি বৃহৎ সাদা তিমিও প্রাণীটিকে ভয় পায়। সবুজ চোখের হাঙরটি আকারে ২০ ইঞ্চি লম্বা। অদ্ভূত গড়নের এই হাঙরটির দাত অত্যন্ত ধারাল। যে কোনো জলজ প্রাণীকে ছিড়ে টুকরো করতে পারে।
এর আগে লাইভসায়েন্স রিপোর্ট করেছিল, এই হাঙর মানুষের মাংসও টুকরো টুকরো করতে পারে। বিজ্ঞানীরা বার বার এ হাঙরকে পর্যবেক্ষণ করেছেন। তাতে জানা গেছে, কুকিকাটার হাঙর মূলত সমুদ্রের বড় প্রাণীকে খাবার বানায়। এভাবে সমুদ্রের ইকোসিস্টেমে ব্যাপক অবদান রাখে তারা।
এ হাঙরের খাবার আসে বড় প্রাণী থেকে অর্থাৎ এরা বড় প্রাণীর মাংসকে খাবার হিসেবে বেছে নেয় যা এটির ভয়ঙ্কর দিক প্রমাণ করে। প্রচণ্ড ধারালো দতের অধিকার এ হাঙরের খাবারে পরিণত হয় তিমি, হাঙর কিংবা অর্কাস।
ইউনিভার্সিটি অব ডেলওয়ালের মেরিন সায়েন্স অ্যান্ড পলিসি স্কুলের অধ্যাপক অ্যারন কার্লিসলি বলছেন, কুকিকাটার হাঙরের মতো বৈশিষ্ট্য অন্য প্রাণীর মধ্যে দেখা যায় না।
বিএসডি/এএ