খেলাধূলা ডেস্ক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে নাঈম শেখকে চেষ্টা করা হয়েছিল। কিন্তু ধীরগতির ব্যাটিংয়ে তিনি হতাশ করেছেন। চলতি বিপিএলেও তার ব্যাটিং হতাশাজনক। আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও তার মাঝে দেখা যায় না।
এবার জানা গেল, নাঈম নিজের ফর্মহীনতার কারণে হতাশায় ভুগছেন। যে কারণে তাকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
নাঈম সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের মে মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে তিনি ১ রান করে আউট হন। সর্বশেষ দুই বছরে বাংলাদেশের হয়ে তিনি স্রেফ দুটি ওয়ানডে খেলেছেন। সর্বশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলতে পারেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তার ব্যাটিংয়ে ও শরীরী ভাষা এতটাই দুর্দশাগ্রস্ত যে, ওয়ানডে দল থেকে বাদ পড়াটাই স্বাভাবিক।
নাঈমের বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘একজন ক্রিকেটারের যদি ধারাবাহিক ফর্ম না থাকে, তাহলে সে বিষণ্নতায় ভোগে। সেই হিসেবে আমি মনে করি, তাকে এটা কাটিয়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। চাঙ্গা হয়ে আবার ফিরে আসুক। ও কখনো আমাদের নজরের বাইরে নেই। আমাদের পুলের মধ্যেই থাকবে। আশা করি, ও খুব সহজেই দলে ফিরে আসবে। ‘